মানুষের নির্দিষ্ট কিছু প্রয়োজনের দিকে ফোকাস করুন, অথবা কোন সমস্যার সমাধান নিয়ে আসুন। এবং সেটা নিয়ে লেগে পড়ুন।
মানে হচ্ছে ফোকাসকে খুব ছোট করে একটা বিষয়ের উপরে রাখুন, যাকে বলে লেজার ফোকাস। একটা উদাহরণ দিই, এখন মানুষ ই-কমার্সে বিশ্বাস করছে কিন্ত সমস্যা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো ঠিক মত ডেলিভারি দিতে পারছেনা।
এটা একটা বড় সমস্যা, কিন্ত মজার ব্যাপার হচ্ছে এর পরেও মানুষ ব্যাপক আকারে এখন অনলাইনে কেনাকাটা করছে। যেটা একটা গুড সাইন।
কিন্ত ওইযে প্রব্লেম হচ্ছে তারা ডেলিভারি দিতে পারছেনা ঠিক মতন, কনজুমারের চাহিদা তাড়াতাড়ি পণ্য ডেলিভারি দিতে হবে।
তার মানে এটা একটা সমস্যা, আর একটা সমস্যা মানেই নতুন কিছু করে দেখানোর সুযোগ।
তাহলে যে ব্যক্তি এই ডেলিভারিজনিত সমস্যা সমাধান করে একটি ইকমার্স নিয়ে আসবে সে এই বিশাল সংখ্যার ক্রেতাদের আকর্ষণ করতে পারবে।
এটা শুধু একটা উদাহরন দিলাম, এভাবে হয় কোন সমস্যার সমাধান আনুন না হয় কোন বিশেষ প্রয়োজনের প্রতি নজর দিন এবং সেটা মানুষের কাছে পৌঁছে দিন।
একটা মুদি দোকান দিন, আস্তে আস্তে এটাকে বড় করুন তাহলে ২০,৩০ না আরো অনেক কামাতে পারবেন।বাড়ির কাছে কোলে সুন্দর কোন যায়গা থাকলে সেখানে খুব অল্পকিছু বিনিয়োগ করে, কিছু চেয়ার টেবিল দিয়ে, কফিশপ দিন, সাথে জুস, ড্রিংকস রাখতে পারেন।
আমরা মাঝে মাঝেই ৮/১০ কি।মি বাইক চালিয়ে চা খেতে যায়, আবার ফেসবুকে স্টোরি দেখে অনেকেই সেখানে যায়। দেখা যায় চাওয়ালা ভাইরাল হয়ে গেছে ইউনিকভাবে চা বিক্রির জন্য। এরকম সব এলাকাতেই কিছু চায়ের দোকান থাকে।
আবার আপনি চাইলে সারভিস টাইপের কিছু অফার করতে পারেন, যেমন মেয়েরা পারলার করতে পারে, আবার ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারেন।
আসলে এভাবে কোন কিছু বলাই ঠিক হবেনা যে আপনার কি করা উচিত, কারন আপনার কি করা উচিত তা একমাত্র আপনিই ভালো জানবেন, এটা ডিপেন্ড করে ব্যক্তির রুচির, যোগ্যতার, পরিস্থিতির এবং অনেক কিছুর উপরে।
তবে প্রিন্সিপালটা হচ্ছে এই যে, ফোকাসকে ছোট করুন, যে কোন একটা কিছু নিয়ে নিজেকে পরিচিত করুন, ২০.৩০ হাজার টাকা খুবই কম, তাই যদি নিজেকে কোন বিষয়ে পন্ডিত বানাতে পারেন, টারগেট করবেন ২০,৩০ হাজার প্রতিদিন কামানো।
আর যদি এমন মনে করেন, আপাতত কিছু একটা চাই, যা দিয়ে ২০,৩০ হাজার কামাবো এবং পরে ভালো কিছু করব, তাহলে ভাই ভবিষ্যৎ আপনার ভালো না। আপনি বরং একটি অটো কিক্সা চালান আর পাশাপাশি ভালো মত পড়া লেখা করেন, পরে না হয় সরকারি জব টব খুজবেন।
কারন আপনি যে আপাতত কয়েক বছর সময় নষ্ট করতে চাচ্ছেন তাতে করে পরে ভালো কিছু করার চান্স হারাচ্ছেন, কারন ভালো কিছু করতে বা হতে অনেক সময় লাগে। তাই সময় নষ্ট করার মন মানসিকতা বাদ দিয়ে, এখন থেকেই জীবনের লক্ষ্যে ফোকাস করুন, এবং সেটাকে বড় করতে থাকুন।
আর একটাই পরামর্শ যা ই করবেন প্রযুক্তির সাথে সম্পৃক্ত এমন কিছু করুন, প্রযুক্তি নিয়ে ভাবুন আর যেটাই করবেন সেটাকে প্রযুক্তির সাথে জুড়ে দিবেন। তাহলে বরতমান এবং ভবিষ্যৎ সারভাইভ করতে সুবিধা হবে।
ধরুন আপনি গরুর ব্যবসায়ী, তাহলে এই গরুর ব্যবসাটাও অনলাইনে যুক্ত করে দিন, একটি পেইজ , একটি ওয়েবসাইট, একটি ইউটিউব চ্যানেল রাখুন সেখানে নিয়মিত আপডেট দিন দেখবেন এক সময় ব্যবসা অনেক বড় হয়ে গিয়েছে।
আর অল্প কিছুকালের মধ্যেই আমাদের দেশের প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠানই ভাবতে শুরু করবে যে আমাদের প্রডাক্ট এবং সারভিসকে অনলাইনে যুক্ত করা উচিত, আমাদেরও অনালাইনে সেবা দেওয়া উচিত।
কারন মানুষ এখন প্রযুক্তির উপরে পুরোপুরি নিরভর হতে চলেছে। তাই এখনি উপযুক্ত সময় কিছু করার।
Thank.