করোনা করোনা করছো তুমি কি?*


করোনা- করোনা করছো তুমি কি এই দেখনা তোমার কেমন ছবি এঁকে ছি। আশা ছিল অনেক পূর্ণ হল না করোনা কে মেরে তাড়িয়ে দেবো পৃথিবীর ওপারে কিন্তু বৈজ্ঞানিক বিশেষজ্ঞরা বলছে সে আশায় আমাদের পূর্ণ হবেনা কারণ হলো এই করোনা নিয়ে আমাদের ঘর সংসার করতে হবে একেবারে নির্মূল করা অসম্ভব তাই করোনাকে নিয়ে একসাথে চলার কথা বলছে

বিশেষজ্ঞরা: অনেক তোকে মেরে তাড়িয়ে দেবো এখন সে আশা পূর্ণ হলো না জানিনা এখন কত বছর এই পৃথিবীতে এই মরণ ভাইরাস বিস্তার লাভ করে থাকবে হয়তো একদিন আস্তে আস্তে শক্তি হারাতে হারাতে নির্মূল হয়ে যাবে সেই আশা বুকে নিয়ে মরা সবাই মনে রেখে করোনাকে ঘর সংসার করে সঙ্গে নিয়ে সবাই একসাথে চলি দেখি কি হয়। 

আমরা: জানি সারা পৃথিবী এখন হয়তো বিশাল একটা মরীচিকার মধ্যে আছে বা বড় ধরনের একটা বিপদের মধ্যে আছে কিংবা পছন্দ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আছে কিন্তু আমরা সকলেই জানি আজকে হয়তো দুর্যোগ আছে কিন্তু কালকে ঠিক সকালে ভোরে আবার নতুন সূর্য উদয় হবে এবং পৃথিবী আবার সুন্দরময় হবে এই আশা নিয়ে আমরা সবাই পথ চলি পৃথিবী একদিন আবারো সুন্দর ভাবেই চলবে।

আশা: আছে মনে একদিন না একদিন সকালের সত্যিই পূর্ণ হবে আজ হয়তো আমরা এই করোনাভাইরাস এর অত্যাচারে অত্যাচারিত হয়ে গেছি এবং জীবন ধ্বংসের মুখে চলে এসেছি আমরা এটাও জানি আজ নয় কাল আবার আমাদের সাবেক জীবন আমরা ও ভোগ করতে পারব আমাদের বৈজ্ঞানিক গন 24 ঘন্টা প্রতিনিয়তঃ গবেষণা করে চলেছে কিভাবে পৃথিবী আবার শান্ত রূপ ফিরিয়ে দিয়া যায়। একদিন না একদিন এই আশা পূর্ণ হবে।





thanks.



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন