বেকার বলে কি কেউ প্রেম করবে না ?**

 

বেকার- বলে কি কেউ প্রেম করবে না। এ মনের সেলফোনে আজ পর্যন্ত কেন একটাও চার্জার পেলাম না। বেকার বলে শুধু পেছনের সারিতে দাঁড়িয়ে শূধু দেখতে হয় কেন। হায়রে দুনিয়া একটি বেকারের জ্বালা দুনিয়ায় কেউ বুঝলো না দুনিয়ায় যার অনেক টাকা আছে সেই কে সবকিছুই পাবে বেকার ছেলে মেয়েগুলো জন্যই নাকি শুধুই তাকিয়ে তাকিয় দেখতে হবে।

দুনিয়াতে- বেকারের জ্বালা একমাত্র সেই বোঝে যে বর্তমানে এই দুনিয়াতে বেকার হয়ে আছে। দুনিয়াটা কেন এত স্বার্থপর কেন মানুষ বোঝে না বেকার মানুষ বেকার ছেলে মেয়ের অসাধারণ সুন্দর ভালো মন আছে। দুনিয়াটা কি শুধুই টাকা পয়সা ধন সম্পদ এটাই সব কিছু। ভালো মন ভালো মনুষ্যত্ব এই সকলের বর্তমানে প্রয়োজন নেই সেটাই মনে হচ্ছে এখন।

দুনিয়ায়- সব আছে যার হাতে অঢেল টাকা পয়সা ধন সম্পদ আছে সত্যি ভাবতে অবাক লাগে টাকা পয়সা ধন সম্পদ আছে তার কাছে হাজারো ভালোবাসার অফার আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে এই সকল মানুষগুলো কোন দিন এই ভালবাসার মানে বুঝে না যখন যাকে ভাল লাগে তার সাথে খেলা করে আবার তাকে ছেড়ে দিয়ে নতুন প্রেম খোঁজে।

বেকার- ছেলেময়ে বলে যারা এই সকল ভালো মানুষগুলো কাছ থেকে দূরে সরে গিয়ে। একদিন অনেক বড় পস্তায় বা অনুশোচনা করে চেনা এই সকল ভালো মানুষগুলো অরিজিনাল কাউকে ভালবাসতে জানে এবং তাঁকে তাঁর হাত ধরে সারা জীবন সুখে থাকতে পারে। যে ভালোবাসা কোনদিন শেষ হয়না সারা জীবন ভালোবাসা বাড়তেই থাকে বাড়তেই থাকে।

বেকার- বলে কাউকে পরিহাস নয় এমন দিন আসতে পারে সে একদিন অনেক বড় উচ্চপদস্থ মানুষ হয়ে যেতে পারে কাউকে ছোট চোখে না দেখে শুধু টাকার অঙ্কে মানুষ বিচার না করে অরিজিনাল ভালো মানুষগুলো চিনতে ভালো মনের প্রয়োজন হয় তাহলে ভালো মানুষ এবং ভালো মনের মানুষগুলোর দেখা পাওয়া যায় খুব সহজেই এই গোলকধাঁধা পৃথিবীর মধ্যে।






thanks.



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন