সেই- তুমি কেন এত আমায় এত পাগল করলে সেই তুমি কেন আমায় হাত ছেড়ে দূরে চলে গেলে। ছিল কি শুধু তোমার ছলনা কেন আমি বুঝতে পারিনি। পৃথিবীতে কেন এমন হয় যাকে জীবনের সবথেকে বিশ্বাস করি সেই আমাকে অবিশ্বাস করে চলে যায় দুনিয়ায় যে সত্যি কারে ভালোবাসে সে কোনো সাড়া জীবনেই দুঃখ পেতে হয় কেন? জানি মনে হয় ঈশ্বর আমাদের প্রকৃত ভালোবাসার মানুষটিকে খুঁজে দিত সাহায্য করে না। যে প্রকৃতভাবে মনে করে ভালোবাসি কিন্তু কিছুদিন যাওয়ার পরেই বুঝতে পারি আসলে সে আমায় ভালোবাসে না হয়তো তার স্বার্থ ফুরিয়ে গেলে আমায় ছুড়ে ফলে। কেন প্রত্যেক ভালো ছেলে মেয়ের সাথে এটা হতে থাকে আজও আমি এই সমস্যায় শিকার।
মনে: ছিল আশা পূর্ণ হলো না সেই আমাকে এইভাবে কষ্ট দেবে আমি জীবনেও ভাবতে পারিনা। সত্যি কথা বলতে জানি সে ধোকাবাজ আমার মতো আরও অনেক মেয়েকে সে তার প্রেমের জালে ফাঁসিয়ে তার তাকে সর্বস্বান্ত করেছে। সমস্ত জিনিসপত্র লুট করেছে হয়তো সেটা তাঁর ব্যবসা হতে পারে। এরকমভাবে পৃথিবীতে অনেকেই প্রতারিত হচ্ছে আমিও তার মধ্যে একজন। অনেকে বলে মেয়েরা দেখে ছেলেদের প্রতারিত করে বা প্রেমের জালে ফাঁসিয়ে তাদের সর্বস্বান্ত করে এটা আসলে ভুল। যারা খারাপ মানুষ সে ছেলে হোক আর মেয়ে হোক তারা এটা করতে পারেন তাই ছেলে বা মেয়ে বলে দোষ দিয়ে লাভ নেই সেই সমস্ত শয়তানদের এই কাজ।
কথা: ছিল অনেক পূর্ণ হলো না এই জীবনে অনেকেরই মুখে বলা যায় তোমায় ছাড়া আমি বাঁচবো না কিন্তু বাস্তবে বোঝা যায় ঠিক তার উল্টোটা সত্যি কথা বলতে একদিনের জন্য সবাই এরকম কথা বলতে পারে যখন সারা জীবন পার লাইফের পুরো যখন বলা হয় তখন কিন্তু সে বেঁকে বসে এইতো দুনিয়ার হালচাল মানুষ চেনা বড় দায় কার মনে কি আছে বুঝা বড় দায় তবুও আমরা মানুষকে বিশ্বাস না করে থাকা যায় না এভাবেই চলছে জীবন জানে না পরে কি হবে।
পরিশেষে: একটা কথা মনে হয় তবু তাকে যেন অনেকটাই বারবার মনে পড়ে অনেকটা তব মিস হয় জানি সে অনেক বড় শয়তান তবু মনের আঙিনায় তাকে বার বার দেখতে চাই সেই তুমি কেন আমার সাথে এমন করলে এমন তো কথা ছিল না তবু তুমি করতে পারলে। এই বিষে ভরা দুনিয়ায় মুখোশ পরা মানুষের মুখের আড়ালে মানুষ চেনা বড় দায় হয়ে যায়।
thanks.