প্রেম করবে স্বপ্নতে ? সেরা কবিতা।

 

মনে- হয় একবার তোমার সাথে কথা বলতে চাই আমি কেন বারবার। কে তুমি আমায় স্বপ্নে এসে বারবার উঁকি দিয়ে চলে যাও। তোমায় দেখতে চাই মন শুধু কি স্বপ্নে, ছাড়া বাস্তবে কোনদিন হবে না তোমায় দেখা।জানিনা তবু তোমায় ছাড়া কিছু ভাবতে পারিনা। ওই আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এই জীবনে তুমি কি আমায় বানাবে তোমার বউ। স্বপ্নে কি শুধু স্বপ্নই হয় স্বপ্ন কি সত্যি হয় আমি জানিনা তবুও এটুকু বলতে পারি মনে হচ্ছে তোমায় ছাড়া বাঁচবো না।                                                                                      

হয়তো বলবে: পাগলামি কিন্তু এটা আমার মনের কথা। আমি বিশ্বাস করি মনের থেকে যেটা চাওয়া হয় সেটা একদিন না একদিন সফলতা পাওয়া যায় আমি তোমায় কোনদিন না কোনদিন কোনদিন মস্ত বড় পৃথিবীর মাঝখান থেকে তোমায় ঠিক খুঁজে বার করে নিয়ে তোমার হাত ধরে নিবিড় জায়গায় বেড়াতে যেতে চায় যেখানে তুমি: আমি ছাড়া আর কেউ আমাদের যেন দেখতে না পায় স্বপ্নে কি শুধু স্বপ্নে হয় তবু বাস্তবে সত্যি তোমায় আমি চাই। কথা কম কাজ বেশি ওই স্বপ্নের রাজা তোমায় বড় ভালোবাসি। 

কবে আমার: হাত দুটি ধরে তুমিও বলবে তোমায় বড় মিস করি এবং তোমাকে জীবনের থেকে অনেক বেশি ভালোবসি। অপেক্ষায় রইলাম জানি খুঁজে পাবো একদিন। সেই আশা বুকে নিয়ে তোমায় জড়িয়ে ধরে স্বপ্নে ঘুমাতে চাই। ওই স্বপ্নের: রাজা তুমি কি বলতে পারবে কেন তোমায় এত ভালোবাসি। আর স্বপ্নে না বাস্তবে তোমায় আমি দেখতে চাই তোমাকে ধরা দিতে বাড়িয়ে দিলাম আমার হাত। তোমায় দেখা পাবো কি জানিনা তবু তোমায় ছাড়া কিছু আর ভাবতে চাইনা।

আশা: ছিল অনেক জীবনে পূরণ হলো না তাই বলে কি জীবনে হার মেনে দিয়ে চলে যেতে চায়না জীবনে কঠিন বাস্তবের মুখোমুখি হয়ে দাঁড়াতে চায় এবং জীবনে আমরা চাই আমার হাত ধরে এসে বলো তোমায় ছাড়া আমি সত্যিই এক মুহূর্ত থাকতে পারবো না সেই আশা মনে নিয়ে আজও আছি বেচে একদিন না একদিন এরকম ভাবে কেউ এসে আমায় বলবে তোমায় ছাড়া আমি সত্যি আর বাঁচতে পারছিনা।




thanks.



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন