কেউ গোপনে আপনাকে ভালোবাসে কিভাবে বুঝবেন*

কেউ- আপনাকে গোপনে খুব বেশি চাই কিভাবে বুঝবেন এবং কেউ মনে মনে আপনাকে খুব ভালোবাসে সেইসব ধারণা এখান থেকে খুব পষ্ট ভাবে বুঝতে পারবেন আমাদের জীবনে প্রত্যেকেরই  প্রেম ও ভালোবাসা ওপেন বা সচরাচর ভাবে অনেকে আসে আমরা বুঝতে পারি যে সেই মেয়েটি আমাকে ভালবাসে সেটা আমরা দেখতে পাই এবং বুঝতে পারি এবং অনুভব করতে পারি তবে অনেক সময় আমাদের প্রেরেম ভালোবাসা ওপেন ভাবে আসে না সচরাচর আসে না সেটা গোপনে আসে আমরা অনেকেই বুঝতে পারি অনেকেই বুঝতে পারিনা আজকে আমরা জানবো কিভাবে আমরা গোপনে ভালোবাসা অনুভব করতে পারি আমি বুঝতে পারি খুব সহজেই।

পর্যবেক্ষণ:
আমাদের কে গোপনে কেউ বা মনে মনে ভালোবাসি কিনা সেটা জানার জন্য আমাদেরকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে বাএকটু নোটিশ করতে হবে দেখতে হবে কেউ আমাদেরকে আড়াল থেকে ফলো করছে কিনা এবং আড়াল থেকে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে কিনা যে আপনার সব সময় সাহায্য করতে চায় জানতে হয়েছে মনে মনে আপনাকে অনেক অনেক চাই হয়তো পরিস্থিতির কারণে আপনাকে বলতে পারে না হয়তো আপনিও বলতে পারেন না এই সকল চিন্তা ধারা কিন্তু উভয়ের মনেই থাকে একটা ছেলের মনে থাকে এবং একটা মেয়ের মনে এরকম ধারনা থাকে এটা একটা ন্যাচরাল ধারণা এটা কি আমাদের সব সময় পর্যবেক্ষণ করতে হবে আমরাাা  যদি নিয়মিত পর্যবেক্ষণ করি তাহলেে অনেকটা বুঝা সম্ভভব কেউ আমাদেরকে গোপনে অনেক ভালোবাসে এবং সেটাা হয়তো সে বলতে পারে না নানা রকম পরিস্থিতির কারণে অন্য কিছুু কারণে।
 
আড়াল চোখে তাকানো:
আমাদেরকে সত্যিই কেউ অনেক ভালবাসে জানতে গেলে বা বুঝতে গেলে আমাদের একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে এবং দেখতে হবে কেউ আপনাকে আড়াল চোখে দেখে কিনা আপনি হয়তো বুঝতে পারেন না তো আপনাকে আড়াল থেকে অনেক অনেক চাই এবং আপনাকে পরীক্ষা করতে হবে পরীক্ষার্থী হল আপনি সবসময় যেরকম স্বাভাবিক থাকেন এভাবেই থাকবেন এবং আপনি যা কে একটু সন্দেহ করেন যে আপনাকে মনে মনে অনেক ভালবাসি সেটা আপনি ধারণা করেন এবং মনে মনে ভাবেন আপনি প্রথমে স্বাভাবিক থেকে মাঝে মাঝে আপনিও আছে কি দেখবেন সে আপনাকে ফলো করেছে কিনা আপনি একবার দুবার করবেন না অনেকবার চেষ্টা করবেন চেষ্টা করলে আপনার নিশ্চয়ই বুঝতে পারবেন শুধু আপনাকে চাই কিনা এবং আপনি নিশ্চিত হয়ে যাবেন।

আপনার সাথে কথা বলতে চাই:
কেউ গোপনে কাউকে ভালোবাসে সেটা জানার অনেক তরিকা আছে সে তরী কার মধ্যে একটি হলো আপনার সাথে বারবার কারণে-অকারণে কথা বলতে চাই যে কোন কথা স্বাভাবিক অস্বাভাবিক সব সময় আপনার সাথে সময় কাটাতে চাই এবং আপনাকে সব সময় কাছে দেখতে চাই একটু দেখবেন যে আপনাকে গোপনে চাই হয়তো আপনাকে সতেজ আর কোনদিন বলতে পারেনি এবং হয়তো বলার সাহস পায়নি হাজার রকম কারণের জন্য কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আপনাকে সব সময় কথা বলতে চাই আপনার সাথে কথা বলে অনেক আনন্দ পেতে চাই কিন্তু আপনাকে কোনদিনই বলোনা যে আপনাকে ভালোবাসে আপনাকে বুঝতে দেয় না অনেকে আছে এবং আপনাকে কথার কৌশল বুঝে নিতে আপনাকে চাই কিনা।

আপনাকে দেখে পালায় কিনা:
অনেক লাজুক ছেলে মেয়ে আছে যে সকল ছেলে-মেয়ে গুলা এত লাজুক হওয়ার কারণে মনের ভাষা মুখে বলতে পারে না এবং সবসময় বুকে চেপে রাখে এবং সে কিন্তু অনেক চেষ্টা করে আপনাকে বলার আপনাকে বোঝানোর সেই চেষ্টা মধ্যে একটা হল আপনাকে দেখে যদি পালিয়ে যায় তাহলে বুঝবেন সে আপনাকে অনেক চায় সাধারণভাবে আপনারা দেখবেন যে আপনাকে চাই হয়তো আপনি যেখানে আছেন সেখানে তার দরকার থাকলেও সহজে জেতে চাইবে না দ্বিধাবোধ করবে এবং আপনি অনেকটা বুঝতে পারবেন যে আপনি থাকার কারণে সেখানে যেতে চাচ্ছেনা আপনাকে থেকে সে অনেক লাজুক বোধ করছি যেতে চাচ্ছেনা এই সকল কারণগুলো কিন্তু গোপনে চাওয়ার বড় উদাহরণ সবথেকে বড় টিপস বলতে পারেন।

ঝগড়া করতে চাই কিনা:
দেখবেন যে আমাদেরকে অনেক ভালোবাসেন বা হাজারগুন চাই বা কোটি কোটি গুন আমাদের চাই সেই সকল ছেলে হোক বা মেয়ে তারা কিন্তু আমাদের সাথে সব সময় ঝগড়া করতে চাই এবং সে বোঝাতে চাই তোমাকে চাই এবং কত ভালবাসে আমরা সাধারণত আমাদের সাথে যে সকল মানুষ কারণে-অকারণে ঝরা করে আমরা ভাবি যে আমাদের কে হিংসা করে আমাদেরকে দেখতে পারে না কিন্তু আমাদের একটু ভুল ধারণা আছে যে আমাদের সাথে সব সময় ঝামেলা করতে চায় সেখানে তো আমাদের সাথে অনেক বেশি ভালোবাসতে চাই আমরা অনেক সময় বুঝতে পারিনা সে আমাদের সাথে কেন এত ঝগড়া করে একটা কথায় আছে যে যত ঝগড়া করে সে ততো তাড়াতাড়ি পটে।

শ্রেষ্ঠাংশে:
আপনি যদি এই সকল কথাগুলির মধ্যে জিতু একটু আপনার সাথে ঘটে একটা আপনার সাথে মিলে যায় তাহলে আপনি আর দেরি করবেন না দেরি করা আপনার পক্ষে ক্ষতিকারক তার কারণ হয়তো আপনি না বলতে পারলে আর একজন হয়তো বলে দেবে এবং আপনার হাত ছাড়া হয়ে যাবে তাই আর দেরি নয় গোপনে মনের মানুষকে সরাসরি মনের কথা খোলাখুলি বলে দিতে চাই মনে সাহস রাখ এগিয়ে যেতে হয় তাই আর দেরি নয় আজকে থেকে ট্রাই করতে চাই।









ধন্যবাদ।






একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন