বৃষ্টি আকাশ থেকে পড়ে কেন?


আমাদের: মনে অনেকেই অনেক সময় এরকম চিন্তা আসে যে বৃষ্টি কেন আকাশ থেকে পড়ে। আকাশ তো ফুল ফাঁকা ওই কিছুই দেখা যায় না শুধুই মনে হয় যেন ফাঁকা আর ফাঁকা কিচ্ছু নেই ওখানে। কেন এত অধরে বৃষ্টি হয় কোথায় থাকে এত বৃষ্টি সেই সম্পর্কে আমরা আজকে কিছু জানবো।

মধ্যাকর্ষণের টানে: আমরা সকলেই কমবেশি জানি যেবৃষ্টি একধরনের তরল পদার্থ। যা কিনা আমাদের আকাশ থেকে মাধ্যাকর্ষণের প্রবল টানে ভূপৃষ্ঠের দিকে পড়ে। আমরা এও জানি যে আমাদের পৃথিবীর যেখানেই যত নদী খাল বিল পুকুর ডোবা সমুদ্র আছে। এখানে কি হয় সূর্যের উত্তাপ এর ফলে এইসকল নদী খাল বিল পুকুর সমুদ্র জল বাষ্প হয়ে আস্তে আস্তে আকাশের দিকে ওঠে। এবং যখন বাষ্প আকাশের দিকে উঠছে তখন ওর সাথে ধুলাবালি ছোট ছোট পদার্থ  গুলো। আস্তে আস্তে যখন আকাশের উপরে উঠে অটোমেটিকলি জমাট বাঁধে এবং মেঘের সৃষ্টি করে অঝোরে বৃষ্টি হয় আমরা জানি পৃথিবীতে মধ্যাকর্ষণের টানে আকাশের বৃষ্টি মাটিতে পড়ে না থাকলে আকাশের বৃষ্টি আকাশের উপরে উঠে যেত আমাদের পৃথিবীতে ঝরে পড়তো না একমাত্র সম্ভব এবং এটাই আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা।

জলীয় বাষ্প: জলীয় বাষ্পের সাথে অটোমেটিক একজাস্ট হয়ে একসাথে  মেঘ হয়ে  আকাশে উঠে পড়ছে। প্রথমে ওই জলীয়বাষ্প ছোট ছোট কণায় পরিণত হয় তারপর আস্তে আস্তে জলীয়বাষ্প গুলো আকাশে ভাসতে ভাসতে একটা থেকে আরেকটা অটোমেটিক জুড়ে আস্তে আস্তে  অটোমেটিক বড় হতে থাকে। যখন অনেক বড় হয়ে যায় ও জলীয়বাষ্প গুলো তখন বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে। আমরা অনেক সময় দেখেছি কিন্তু বৃষ্টিপাত হয় না সব মেঘে বৃষ্টি হয় না তার কারণ সব মেঘে জলীয় বাষ্প ঘনীভূত বেঁচে থাকে না ওই জন্য মিষ্টি হবে কোনো গ্যারান্টি নেই বৃষ্টি মূলত জলীয় বাষ্পের ওপর নির্ভর করে কোথাও কোথায় বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করেছি বা আমরা মাঝেসাজে রাম দেখতে পাই এক পাড়ায় বৃষ্টি হয় কিন্তু আরেক পাড়ায় বৃষ্টি হয় না।

মেঘ বাধাপ্রাপ্ত: এবং আমাদের প্রত্যেক দেশের এই যে সকল উচু পাহাড় পর্বত এসকল জায়গাগুলো তো ওই মেঘগুলো বাধাপ্রাপ্ত হয়। এবং ঐ সকল পাহাড়ের ঢালের আশেপাশে দিয়ে ও মেঘ জমতে থাকে এবং এই ফোঁটাগুলি যথেষ্ট পরিমাণে ভারি হলে আমাদের  পৃথিবীর বুকে বৃষ্টির আকারে অঝোরে ঝরে পড়ে। এভাবেই আকাশের বৃষ্টি মধ্যাকর্ষণের টানে আমাদের পৃথিবীর বুকে ছোট ছোট ফোটার আকারে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। আমরা জানি পৃথিবীতে কোথাও এক ভাবে বৃষ্টি হয় না কোথাও কম কোথাও বেশি দেখা যায় আমরা লক্ষ্য করেছি বৃষ্টি কোথায় বেশি হয় যে লেখা গাছপালা বেশি সে এলাকায় বৃষ্টি হয় এলাকায় পাহাড় পর্বতে ঘেরা তার আশেপাশে  দিয়ে প্রচন্ড বৃষ্টি হয় কিন্তু সমতলে এত বৃষ্টি দেখা যায় না এত বৃষ্টি হয়না একমাত্র পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত একটু বেশি দেখা যায়।

অনিশ্চতার বৃষ্টি: আমরা এও জানি যে আমাদের পৃথিবীর সকল প্রান্তে কিন্তু সমানভাবে বৃষ্টিপাত কখনোই হয় না কোথাও কম হয় কোথাও বেশি হয়। এশিয়ার দেশগুলোতে নাতিশীতোষ্ণ অঞ্চলে আওতায় পড়াই বৃষ্টি মিডিল টাইপের হয় ।আবার দেখা যায় যে আফ্রিকার দেশগুলো গাছপালা বেশি থাকায় ওগুলো আবার বৃষ্টিপাত একটু বেশি হয় আবারো দেখা যায় আফ্রিকার মরুভূমি এলাকায় গুলি আবার বছরে একবারও বৃষ্টি দেখা যায় না। আমরা দেখতে পাই বৃষ্টিপাত অনিশ্চয়তা সব জায়গায় সমান ভাবে হয় না পৃথিবীর এক প্রান্তে এক রকম ভাবে বৃষ্টিপাত হয় আমরা লক্ষ করে দেখতে পায় আফ্রিকার জঙ্গলে ব্যাপকহারে বৃষ্টিপাত হয় তাছাড়া আমরা দেখতে পাই আমেরিকার আমাজন জঙ্গলে প্রচন্ড হারে বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় ঐজন্য আফ্রিকার জঙ্গল এবং আমেরিকার অ্যামাজন জঙ্গল সবসময় চিরহরিৎ গাছ পালা দেখা যায় এবং এত গভীর জঙ্গল যে সূর্যের আলো মাট পর্যন্ত সব জায়গায় পড়তে পারে না তার কারণ অতিরিক্ত গাছপালা থাকায় সূর্যের আলো মাটিতে ছুটিও পারেনা আমরা দেখেছি বৃষ্টিপাতের প্রধান উপাদান হলো গাছপালা যেখানে গাছ বেঁচে থাকবে সেখানে বৃষ্টি বেশি হবে।

সাইক্যো চক্রের: আমরা অনেকেই জানি বৃষ্টিপাত একটা সাইকেল চক্র আজকে যে নদী-খাল-বিল সমুদ্রের জল আছে সেই জলে সূর্যের উত্তাপ এর ফলে জল বাষ্প হয়ে আকাশে যাচ্ছে। আবার আকাশ থেকে বাষ্প মেঘে ঘনীভূত হয়ে বৃষ্টির আকারে আমাদের পৃথিবীতে আবার ফিরে আসে। এভাবেই আমাদের পৃথিবীর জল আকাশে ওঠে এবং আকাশ থেকে বৃষ্টি রূপে আবার আমাদের পৃথিবীতে ফিরে ফিরে আসে। আমরা প্রায় সকলেই দেখি আমাদের খাল-বিল নদী-নালা জল আস্তে আস্তে যেন ফুরিয়ে যায় আস্তে আস্তে যেন কমে যায় এবং কিছুদিন পর আমরা দেখতে পাই আমাদের পুকুর খাল বিল নদী জল শুকিয়ে গেছে কোথায় যেন হারিয়ে গেছে তাহলে কোথায় গেল কতগুলো জল গেল কোথায় আমরা যদি একটু ভাবি তাহলে আমরা বুঝতে পারি আমাদের পুকুরের খাল বিল নদী জল রোদের উত্তাপ এর ফলে সুখ গেছে সেই জলটা বাষ্প হয়ে আকাশে উঠে পড়ে এবং আবার বৃষ্টি হয়ে আমাদের খাল-বিল বুকে জমা হতে থাকে।





ধন্যবাদ।





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন